বেআইনি আদেশকে প্রজাতন্ত্রের কর্মচারীদের অগ্রাহ্য করতে হবে, অস্বীকৃতি জানাতে হবে: রব

0

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে ক্ষমতাসীনদের অন্যায়, অন্যায্য ও বেআইনি আদেশকে প্রজাতন্ত্রের কর্মচারীদের অগ্রাহ্য করতে হবে, অস্বীকৃতি জানাতে হবে। বেআইনি আদেশ পালন থেকে তাদের বিরত থাকতে হবে। অন্যথায় রাষ্ট্রীয় কর্তব্য পালনে প্রজাতন্ত্রের কর্মচারীদের মাঝে অনীহা ও নৈতিকভাবে হতাশা সৃষ্টি হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।’

শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেএসডির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিলের শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান ছাড়াই কথায় কথায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অবসরে পাঠিয়ে দেওয়া বা চাকরিচ্যুত করা ভয়ংকর অন্যায়। এটা ক্ষমতাসীনদের ক্ষমতা হারানোর ভয়ে ভীত মানসিকতার বহিঃপ্রকাশ। সরকারি কর্মচারীদের সংবিধানবহির্ভূত কাজে ব্যবহার করে পরে সুযোগ বুঝে ছুড়ে ফেলার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com