দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে: ডেপুটি স্পিকার
মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণ চালিয়েছিল হানাদার বাহিনী ও তার দোসররা। স্বাধীনতার ৫১ বছর পরও তাদের প্রেতাত্মারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষকে নির্যাতনের জন্য ওত পেতে আছে। তাই স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের অবশিষ্ট চিহ্নটুকু শেষ না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে দায়িত্ব পালন করে যেতে হবে।
আজ শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পাবনার সাথিয়ার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে আয়োজিত গৌরীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
মো. শামসুল হক টুকু বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির উত্তরসূরিরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। আওয়ামী লীগকে তাই সর্বদা সতর্ক ও বিপদে জনগণের পাশে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি সংকটে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। আমি নিজেও কোনও দিন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিপক্ষে যাইনি, দুর্যোগ এলে আওয়ামী লীগের কর্মীদের বুকে নিয়ে আবারও সেই দুর্যোগ প্রতিরোধ করবো।’