পুলিশের ওপর হামলার ‘বোমার’ সঙ্গে ফতুল্লার ‘বোমার’ সাদৃশ্য

0

নারায়ণগঞ্জের ফতুল্লার এক বাড়িতে আজ সোমবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সামগ্রী উদ্ধারের দাবি করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় পুলিশের ওপর হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে উদ্ধারকৃত বোমার সাদৃশ্য পাওয়া গেছে।

মনিরুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ ব্রিফিং করেন। তিনি বলেন, ফতুল্লার শিয়াচর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। বিস্ফোরক উদ্ধারকারী দল ওই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। উদ্ধার করা বোমা ও বিস্ফোরক ধ্বংসের কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা। বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে আজ সোমবার সকাল থেকে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো

মনিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা সবাই নব্য জেএমবি সদস্য। তাদের আরও বেশ কয়েকজন সহকারী আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই বাড়ির মালিক জয়নাল আবেদিন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। তাঁর দুই ছেলে ফরিদউদ্দিন রুমি ও জামালউদ্দিন রফিক এবং ফরিদউদ্দিনের স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা ওরফে অনুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন এ অভিযানের খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, অভিযান এখনো চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com