বিনা ভাড়ায় লোক পৌঁছে দেওয়া সেই আমিনুলকে অটোরিকশা উপহার দিল বিএনপি
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশে পরিবহন বন্ধ থাকায় নিজ রিকশায় করে বিনা ভাড়ায় লোক পৌঁছে দেওয়া আমিনুল ইসলামকে অটোরিকশা উপহার দিয়েছে বিএনপি।
আজ শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লী এলাকায় আমিনুল ইসলামের বাসায় গিয়ে এ উপহার পৌঁছে দেন বিএনপি নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন অটোরিকশাটি হস্তান্তর করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এতে আপ্লুত আমিনুল ইসলাম তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মানব দরদী দিনমজুর আমিনুল ইসলামকে অটোরিকশা উপহার দিয়ে গণসমাবেশে তাঁর পরিশ্রম, অবদানকে সম্মান জানিয়ে হাজার নেতাকর্মীকেও সম্মানিত করা হয়েছে।