পরাজিত শক্তিকে প্রতিরোধের মধ্য দিয়েই শেখ রাসেলের জন্মদিনের মাহাত্ম্য প্রকাশ পাবে: মন্ত্রী

0

যে চেতনার মানুষেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা আজও আমাদের আশেপাশে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তাদের প্রতিরোধের মধ্য দিয়েই শেখ রাসেলের জন্মদিনের মাহাত্ম্য প্রকাশ পাবে।

শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করলো সেই মানুষগুলো কারা? কী কারণ ছিল সেগুলো যদি আমরা দেখি, ১৯৭১ সালে যারা সম্মুখযুদ্ধে পরাজিত হলো, সেই পরাজিত শক্তির চিন্তা-চেতনার মানুষরাই রাতের আঁধারের পথটা খুঁজে নিলো। রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করে সঙ্গে সঙ্গে তারা অনেক কিছু বদলে দিতে চাইলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com