নিজেদের দাপট দেখানোর লক্ষ্যে বড় তারকা খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে পিএসজি

0

ইউরোপে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে গত কয়েক মৌসুমে রেকর্ড ২ বিলিয়ন ইউরো খরচ করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০১১ সালে  কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট নামক এক কোম্পানি দলটির শেয়ার কেনার পর থেকে দলবদলে একের পর এক চমক দেখাতে থাকে ফরাসি এই ক্লাবটি।

ফরাসি লিগের পাশাপাশি ইউরোপ তথা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দাপট দেখানোর লক্ষ্যে গত কয়েক বছর ধরেই দলবদলে বড় তারকা খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে পিএসজি। 

সর্বশেষ এক দশকের মধ্যে পিএসজি সবচেয়ে বেশি চমক দেখায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভিড়িয়ে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে নেইমারকে নিজেদের করে নেয় এই ফরাসি জায়ান্টরা। তবে শুধু এতেই থেমে থাকেনি পিএসজি। নিজেদের শক্তিমত্তা আরও বৃদ্ধির লক্ষ্যে নেইমারকে দলে ভেড়ানোর দুই বছর পরই আরেক তরুণ ফরাসি তারকাকে দলে ভেড়ায় পিএসজি। ২০১৯ সালে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে এমবাপ্পেকে নিজেদের করে নেয় পিএসজি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com