আবার চলন্তিকা বস্তিতে আগুন
ঢাকার মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তি মাত্র পাঁচ মাসের ব্যবধানে আবারও পুড়ল। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান।
অগ্নি নির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারপরও বেশ কিছু সময় ডাম্পিংয়ের কাজ চলে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান।
তিনি বলেন, আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।
মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় আরও এক দফা অগ্নিকাণ্ড হয়।
বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায়।