পাহাড় কাটা, নদী দখল বন্ধের দাবিতে মানববন্ধন বাপসা’র

0

পাহাড় কাটা, নদী দখল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)।

সোমবার (১০ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, পাহাড় কাটা, নদী দখল বন্ধ করতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যারা পরিবেশ বিনষ্টের কাজে লিপ্ত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক ব্যানার দিয়ে পরিবেশ ধ্বংস করা যাবে না।

তিনি আরও বলেন, আজ সারাদেশে পরিবেশের বিপর্যয় ঘটছে। দিন দিন কর্ণফুলী নদী দখল করা হচ্ছে,  অপরদিকে কর্ণফুলী নদীতে ময়লা আবর্জনার কারণে পানি দূষিত হচ্ছে। রাজনীতিতে কোনও পাহাড় খেকো, নদী দখলদারদের যেন জায়গা না হয়।

এসময় পরিবেশবিদ ড. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রামকে ধীরে ধীরে সর্বদলীয় সন্ত্রাসীরা দখল করে ফেলছে। পরিবেশ বাঁচানোর জন্য, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা পরিবেশ ধ্বংসকারীদের ছাড় দেওয়া যাবে না। পরিবেশ সুরক্ষা সকলের জীবনে অনিবার্য। কর্ণফুলী নদী চট্টগ্রামের অর্থনীতির লাইফলাইন। আজ ধীরে ধীরে কর্ণফুলী নদী দখল হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। আসুন নদী দখলদারদের বিরুদ্ধে আমরা জেগে উঠি।

বাপসা চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও বাপসার উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিকুর রহমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com