ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার (৯ অক্টোবর) দুপুরের দিকে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সাংসদ মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।