রেলখাতকে ধ্বংস করে গেছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

0

বিএনপি-জামায়াতের আমলে রেলখাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের আয়োজনে দেশীয় প্রযুক্তিতে সচলকৃত ডেমু ট্রেনের পার্বতীপুর-রংপুর রুটে বাণিজ্যিকভাবে চলাচলের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন শুধু রেল নয়, দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সবক্ষেত্রে উন্নয়ন সাধন করেছেন। রেলখাতে হয়েছে ব্যাপক উন্নয়ন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com