রেলখাতকে ধ্বংস করে গেছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী
বিএনপি-জামায়াতের আমলে রেলখাতকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের আয়োজনে দেশীয় প্রযুক্তিতে সচলকৃত ডেমু ট্রেনের পার্বতীপুর-রংপুর রুটে বাণিজ্যিকভাবে চলাচলের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন শুধু রেল নয়, দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সবক্ষেত্রে উন্নয়ন সাধন করেছেন। রেলখাতে হয়েছে ব্যাপক উন্নয়ন।