হজরত মুহাম্মদ (সা.) হলেন সব মানুষের নবী, বিশ্বনবী: অলি আহমদ

0

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে এলডিপি।

এসময় এলডিপির প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম, ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামূল বশির, অ্যাডবোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার (৯ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ওলামাদল এ কর্মসূচির আয়োজন করে।

অলি আহমদ বলেন, হজরত মুহাম্মদ (সা.) হলেন সব মানুষের নবী, বিশ্বনবী। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, দেশ-কাল নির্বিশেষে তিনি হলেন সব মানুষের জন্য মহান আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ; যিনি বিশ্বমানবতার জন্য সর্বোত্তম আদর্শের প্রতীকও বটে। মানবজীবনের সব দিক ও বিভাগে যাকে অনুসরণ করলে মহান আল্লাহ তা’আলার নৈকট্য ও ভালোবাসা অর্জিত হবে, তিনি হলেন সেই সর্বোত্তম আদর্শের নমুনা বিশ্বনবী মুহাম্মদ (সা.)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com