আমরা বিশ্বাস করি মোস্তাফিজ এখনও দলের সেরা বোলার: বাশার

0

বল হাতে একদম ফর্মে নেই মোস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিজেকে যেন হারিয়ে খুঁজেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারেই খরচ করেছেন ৪৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচে সবচেয়ে খরুচে বোলারও। বিশেষ করে ডেথ ওভারে করেছেন এলোমেলো বোলিং।

তবে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন বিশ্বকাপেই চেনা মোস্তাফিজকে ফিরে পাবে টাইগাররা। সর্বশেষ ১৯ টি-টোয়েন্টিতে ৯ বারই উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ। তবে বাজে পারফর্ম করলেও তাকে নিয়ে দারুণ আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার।

(৮ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দেখুন মোস্তাফিজ নিয়ে এর আগেও একই প্রশ্নে আমরা বলেছি যে সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওর সেরা ছন্দে থাকার ওপর আমাদের দলের পারফরম্যান্সটা নির্ভর করে। সাম্প্রতিক হয়তো ওর সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না। ‘

‘আমরা এখনো বিশ্বাস করি ও আমাদের সেরা বোলার টি-টোয়েন্টি সংস্করণে। তাই বিশ্বকাপে ওর পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ আমরা চিন্তিত; কিন্তু যখন মূল পর্বে যাব, আমরা তখন ওর সেরা পারফর্মটা ফিরে পাব। ‘

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com