সিটি নির্বাচনে ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে — শামসুজ্জামান দুদু

0

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যতই একচোখা নীতি গ্রহণ করুক না কেন বিএনপি এবং বিরোধী দলকে জনগণকে ভোটের ব্যাপারে রাস্তায় নামিয়ে আনতে হবে। তাহলে আমরা ভোট চোরদের রুখে দিতে পারব।

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০, রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডে সিটি করপোরেশনের নির্বাচনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি এই ভাবনাটা তাদের মাথায় নেয় তাহলে জাতি হিসেবে অতীতের দুর্নাম থেকে বেরিয়ে আসার একটা পথ পাবো। নির্বাচন যদি সঠিক হয়, স্বাভাবিক হয়, তাহলে যারা নির্বাচনে জয়লাভ করবে তারা হবে জনতার প্রতিনিধি।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের নামে গত ১৪ সাল থেকে যা করছে তা তামাশা ছাড়া অন্য কিছু না। এটা মুক্তিযুদ্ধকে ছোট করা হচ্ছে, গণতন্ত্রের জন্য অতীতের সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জাতি হিসেবে দেশে এবং বিদেশে প্রশ্নের মধ্যে পড়ছে। গণতন্ত্র রক্ষার প্রশ্নে বিএনপিকে জয়লাভ করতেই হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন যদি সুস্থ স্বাভাবিক এবং গ্রহণযোগ্য হয় তাহলে ধানের শীষের প্রার্থী তাবিদ আউয়াল ও বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী জি এস শামসুল হক, মহিলা সংরক্ষিত আসনে পেয়ারা মোস্তফা বিপুল ভোটে জয়লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘গত দিনগুলোতে আওয়ামী লীগের শাসনে ঢাকা উত্তর জনপদের মানুষ ভয়-ভীতি এবং নির্যাতনসহ নানান নাগরিক যন্ত্রণায় দিনযাপন করেছে। কিছুদিন আগে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে ঢাকায় প্রায় দুই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ এবং ঢাকা সিটি করপোরেশন ব্যর্থতার কথা বলে শেষ করা যাবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২১ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী এজিএম শামসুল হক, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন, আব্দুর রাজি, বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাবু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি হাজী হারুন-অর-রশিদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com