৩-১ ব্যবধানে জাপানকে গুঁড়িয়ে বিশ্বকাপ স্পেনের

0

পুরো টুর্নামেন্টজুড়ে ছিল অপরাজিত। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল জাপানকে।

কিন্তু এশিয়ার দলটি পারলো না; দারুণ এক জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরলো স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল।

সোমবার (২৯ আগস্ট) সকালে কোস্টারিকার জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জাপান অনূর্ধ্ব-২০ নারী দলকে ৩-১ ব্যবধানে হরায় স্পেনের মেয়েরা। একই দিনে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের মেয়েদের ৪-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল।

ম্যাচের দ্বাদশ মিনিটে স্পেনকে এগিয়ে নিয়ে যান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইমা গাবারো। দশ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সালমা সেলেস্তে পারালুয়েলো। ঠিক পাঁচ মিনিট পর জাপানের জালে আরও একটি গোল ঠুকে দেয় স্প্যানিশ মেয়েরা। পেনাল্টি থেকে এবারের গোলও আসে সালমার পা থেকে। বিরতির পর অবশ্য ৪৭তম মিনিটে জাপানের হয়ে গোল করেন সুজু আমানো। তবে তা শুধু ব্যবধানই কমায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com