নেত্রকোনায় বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, আহত ২৮

0

নেত্রকোনার কেন্দুয়ায় সমাবেশে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ২৮জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের অন্তত ছয়টি স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা যায়, সকালে কলেজ রোড এলাকায় বিএনপির সমাবেশের আয়োজন করে। সেখানে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। এ সময় পৌর শহরের বাস স্টেশন এলাকা, সাজিউড়া মোড়, চিরাং বাজার রোড, সাউথপাড়া মোড়সহ অন্তত ছয়টি স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাদের দাবি, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আসাদুল হক ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি খান, কৃষক দলের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, যুবদল নেতা আরাফাত হোসেন, সাদ্দাম হোসেন, রাজিব মিয়া, হাবুল মিয়া, হিরণ মিয়া, আশুজিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শামীম মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা সুনা মিয়া, শ্রমিক দলের নেতা আল আমিন, মানিক মিয়াসহ প্রায় ২৮ জন আহত হন। তাদের মধ্যে নজরুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com