রাজধানীতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেফতার
রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, পলকের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য ছিল। এ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পশ্চিম রামপুরার মুক্তি মসজিদ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করা হয়েছে।