শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টেকার হাটে হাড়ি ভেঙেছেন পররাষ্ট্রমন্ত্রী: প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়ে এ কে আব্দুল মোমেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে, আওয়ামী সরকার গণধিকৃত এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে এবং থাকতে চায়।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার উত্তর বাজার এলাকায় উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।