এমন কোনো জায়গা নেই যে উন্নয়ন হচ্ছে না, চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী

0

বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে শুরু করে গ্রাম চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। সেই উন্নয়নগুলো একটা মহলের সহ্য হচ্ছে না। সেজন্য তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মেসার্স নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, গুমের রাজনীতি আওয়ামী লীগ করে না। যদি কোনো গুম হয়ে থাকে তাহলে দেশে আইন আছে, আদালত আছে আপনারা মামলা করেন।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com