সরকার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না: দুদু

0

দেশ রক্ষার আন্দোলন শুরু হয়ে গেছে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে পারবে না। বৃহত্তর যশোর তথা খুলনা বিভাগ থেকেই সেই আন্দোলন শুরু হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ ও জনগণকে রক্ষা করার এই আন্দোলনকে সফল করবো ইনশাল্লাহ।

শামসুজ্জামান দুদু আরো বলেন, গোটা জাতি আজ মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে। একদিকে প্রতিনিয়ত তাদের অবৈধ অস্ত্রের আঘাতে গণতন্ত্রকামী মানুষ জীবন দিচ্ছেন। অন্যদিকে, সীমাহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যাঁতাকলে জনগণ পিষ্ট হচ্ছে।

শুক্রবার সকালে তিনি যশোর শহরের একটি অভিজাত হোটেলে বিএনপির খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক শক্তিশালী। তার বলিষ্ঠ নেতৃত্বে দলের মধ্যে রয়েছে ইস্পাত কঠিন ঐক্য। তারেক রহমানের নেতৃত্বে জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই আধিপত্যবাদী শক্তির পতন ত্বরান্বিত করবো ইনশাল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com