‘সরকার ও চা বাগান মালিকেরা মিলে শ্রমিকদের আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র করছে;

0

সরকার ও চা বাগান মালিকেরা মিলে শ্রমিকদের চলমান আন্দোলন নস্যাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। 

তিনি বলেছেন, চা শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের প্রতি বাগান মালিকদের তো কোনো ভ্রূক্ষেপ নেই, পাশাপাশি সরকারেরও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং সরকার বাগান মালিকদের পক্ষ নিচ্ছেন।

বজলুর রশিদ বলেন, সরকার ও বাগান মালিকেরা আলোচনার নামে কালক্ষেপণ করছে। তারা চাচ্ছে আলোচনার ধোঁয়াশা তুলে শ্রমিকদের আন্দোলন ধ্বংস করতে। তারা জানে শ্রমিকরা কয়েকদিন আন্দোলন করবে তারপর পেটের দায়ে আবার কাজে যোগ দিবেন। কিন্তু তা হতে দেওয়া যাবেনা। শ্রমিকদের আন্দোলন যতদিন চলবে প্রয়োজনে শ্রমিকদের খাবারের জন্য আমরা লঙ্গরখানার ব্যবস্থা করবে। শ্রমিকরা এখন ৩০০ টাকা চাচ্ছে তা মেনে নিন। কয়েকদিন পরে ৫০০ টাকার জন্য আন্দোলন করা হবে।

আজ শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদ আয়োজিত এক সমাবেশে চা শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তাদের দাবি মেনে নিতে তিনি এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com