আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার উপায় থাকবে না: সালাম
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশ (জাগপা) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আব্দুস সালাম বলেন, পানির দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে। এই সরকার জনগণকে ভাতে মারবে, পানিতে মারবে। সেজন্য বলতে চাই, আজ আন্দোলন শুধু বিএনপির নয়। সব দল-মত, সবাই মিলে আজ এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে না পারলে। ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার-তো গেছে। এখন সার্বভৌমত্ব থাকবে কি না। পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ভারত এমন এমন কাজ করে তারপরও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উনারা এর প্রতিবাদ করেন না। উনি বাংলাদেশের মন্ত্রী না ভারতের মন্ত্রী?
এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ঘরে বসে থাকলে হবে না। সবাইকে বলতে হবে তেল, গ্যাসের দাম বাড়লো কেন? আমি সবাইকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান করছি।