সরকারি দলের নেতারা ১২ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে: রেজা কিবরিয়া
গণ অধিকার পরিষদের সভাপতি ড. রেজা কিবরিয়া বলেছেন, বিভিন্ন দেশে তেলের কমলেও আমাদের দেশে বাড়ছে। এ সুযোগে সরকারি দলের নেতারা ১২ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।
রেজা কিবরিয়া বলেন, ৫২ শতাংশ তেলের দাম বাড়ানো হয়েছে। তেলের মূল্যবৃদ্ধির ফলে সব কিছুর দাম বেড়েছে। প্রত্যেকটি জিনিসের ট্যাক্স বাড়ানো করা হয়েছে। এ ট্যাক্সের টাকা আওয়ামী লীগের নেতাদের প্যাকেটে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে এক পথসভায় তিনি তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে। আমাদের আর সহ্য হচ্ছে না। ১৪ বছর যে অন্যায় অত্যাচার করা হয়েছে তাতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। অনেক কষ্টে দেশের সাধারণ মানুষকে সংসার চলাতে হচ্ছে।