বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা আজও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, জামায়াত-বিএনপির সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে সবাইকে শপথ নিতে হবে।
ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার হবে— বিএনপি মহাসচিবের দেওয়া এমন বক্তব্যের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, অপকর্মের জন্য আপনাদের নেতা তারেক জিয়ার বিচার হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এ দেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনি ও রাজাকারদের বিচার করেছেন। তেমনি আপনাদের সব অন্যায়েরও বিচার হবে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে আসবে না বলে বিএনপির দেওয়া হুঁশিয়ারির কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনে অংশ না নিয়ে হরতাল, জ্বালাও-পোড়াও আর করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের অপকর্মের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করবে।