আ.লীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ
আওয়ামী লীগের কেন্দ্রীয় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ফরিদপুরে সন্ত্রাস এবং দলের মধ্যে বিভক্তি তৈরির গুরুতর অভিযোগ করেছেন আওয়ামী লীগেরই ফরিদপুর জেলা সভাপতি শামীম হক। দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কেন্দ্রীয় ওই নেতার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
তবে কেন্দ্রীয় ওই নেতার বিরুদ্ধে এসব অভিযোগ আনলেও তার নাম উল্লেখ করেননি শামীম হক।
বুধবার (১৭ আগস্ট) রাতে শহরের আলিপুরের শেখ রাসেল স্কয়ারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মঞ্চে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও এফবিসিআই’র সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন।
‘আপনি কেন্দ্রীয় নেতা, আপনি সন্ত্রাস শুরু করেছেন। আপনি তো আমাকে চিনেন নাই এখনো। এইগুলা আমি ফরিদপুরে হতে দেব না।’ ক্ষুব্ধকণ্ঠে এভাবেই ওই নেতার কঠিন সমালোচনা করেন শামীম হক।
তিনি বলেন, ‘আপনারা দূরে থেকে নিজের স্বার্থের জন্য যা করছেন, মনে করেছেন আমরা কিছু জানি না। আমরা সব জানি। সন্ত্রাস আপনারা শুরু করেছেন।’
দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাকে সভাপতি বানিয়েছেন উল্লেখ করে শামীম বলেন, ‘অন্য কেউ আমাদের প্রেসিডেন্ট-সেক্রেটারি বানায় নাই। শেখ হাসিনা বানিয়েছেন। তিনি যেদিন বলবেন, সেদিনই চলে যাবো।’
ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শামীম হক প্রধান অতিথি হিসেবে এ বক্তব্য রাখেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ওই নেতার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমি এই পদ থেকে পদত্যাগ করবো, আপনাকেও পদত্যাগ করতে হবে। ঘুঘু দেখেছেন তবে ঘুঘুর ফাঁদ দেখেন নাই। শেখ হাসিনার যারা প্রতিনিধি তাদের নেতৃত্বেই ফরিদপুরের ৯টি উপজেলা চলবে।’