‘মাজলুম কারাবন্দীদের সাথে ন্যূনতম মানবিকতাও দেখানো হচ্ছে না’

0

পুলিশের বাধা সত্ত্বেও মাওলানা মোহাম্মাদ মামুনুল হকসহ সকল মাজলুম কারাবন্দীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাইতুল মোকাররমে প্রশাসনের বাধার সম্মুখীন হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে মিছিলটি শুরু হ‌য়। সেখানেও বাধার সম্মুখীন হলে অবশেষে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল শেষ করে দলটির নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় বছর যাবত মাওলানা মোহাম্মাদ মামুনুল হকসহ দেশের কয়েকজন শীর্ষ আলেম, রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদ কারাগারে বন্দী। তাদের সাথে নূন্যতম মানবিকতাও দেখানো হচ্ছে না। পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি দীর্ঘদিন। মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মোহাম্মাদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ কয়েকজন অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। যা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।

তিনি আরো বলেন, উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষাবিদ কারাগারে বন্দী থাকার কারণে দেশের ছাত্রসমাজের পড়াশোনায় যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই পূরণীয় নয়। তাই ছাত্রসমাজ নিজেদের শিক্ষকদের মুক্তির দাবিতে আজ রাজপথে নেমে এসেছে। যদি মাওলানা মোহাম্মাদ মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সকল মাজলুম কারাবন্দীকে অবিলম্বে মুক্তি দেয়া না হয়, তাহলে ছাত্রসমাজ একটি মরণপণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। যার পরিণতি কারো জন্যই সুখকর হবে না।

সর্বশেষ দলমত নির্বিশেষে সকল ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকদের মুক্তির দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিপ্লবী আহ্বান জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com