আমাদের দেশের মানবাধিকার অনেক উন্নত দেশের চাইতেও ভালো: তথ্যমন্ত্রী
আমাদের দেশের মানবাধিকার অনেক উন্নত দেশের চাইতেও ভালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের এখানে জর্জ ফ্লয়েডের মতো হত্যাকাণ্ড ঘটেনি। গুয়েতেমালা বের মতো কারাগার নেই বাংলাদেশে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সীমান্ত খুলে দিয়েছেন মিয়ানমারের শরণার্থীদের জন্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর প্রসঙ্গ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের উচিত ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে কথা বলা, মিয়ানমার নিয়ে কথা বলা।