যেখানে আ.লীগ থাকে সেখানে ‘গণতন্ত্র’ থাকে না: গয়েশ্বর
যেখানে আওয়ামী লীগ থাকে সেখানে গণতন্ত্র থাকে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সারা বিশ্ব জেগে উঠেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেতের বাংলাদেশ সফরের মধ্যে তিনি এ কথা বলেন।