হেরে যাওয়ার মতো যথেষ্ট সময় নেই রোনালদোর

0

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অন্তত গণমাধ্যমের খবর এমনই। শুরুতে দলের অনুশীলনেও যোগ দেননি তিনি, ছিলেন না প্রাক মৌসুমের কিছু ম্যাচে।

তার এমন আচরণে অনেকেই বিরক্ত হয়েছেন।

তবে পুরোনো বন্ধু নানি ঠিকই বুঝতে পারছেন রোনালদোর এমন মরিয়া হওয়ার কারণ। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই একসঙ্গে খেলা এই ফুটবলার বলছেন, হেরে যাওয়ার মতো যথেষ্ট সময় নেই রোনালদোর হাতে। তার আচরণকেও স্বাভাবিক বলে দাবি পর্তুগিজ তারকার।

‘ভাইব উইথ ফাইভ’ পডকাস্টে নানি বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি অনেক সময় হয়ে গেল আর ক্রিস্টিয়ানো এখন বাচ্চা না। সময় বদলায়, প্রতিক্রিয়া আর আচরণও। কিন্তু আমরা যেমন দেখছি, সে সবসময় যা করে সেটাই করছে; হেরে যাওয়ার মতো সময় তার কাছে নেই, দল খারাপ করায় সে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ’

‘ক্রিস্টিয়ানোর জন্য, হেরে গিয়ে দলকে পুনরায় গড়ে তোলার অথবা পরের মৌসুমের জন্য অপেক্ষা করার সময় নেই। সে শীর্ষে থাকতে চায়, গোল করতে, নিজের মতো থাকতেও। এই কারণে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, আমাদের সবারই ভুল প্রতিক্রিয়া থাকে কিছু সময়। ’

মৌসুমের শুরুটাও ভালো হয়নি ম্যান ইউনাইটেডের। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে প্রথম ম্যাচে ব্রাইটন আর দ্বিতীয়টিতে ৪-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডের কাছে হারতে হয়েছে তাদের। এখন অবধি এই দল শিরোপা জিততে পাররে, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তাতে আদতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়বেন রোনালদো। নানি বুঝতে পারছেন, এই দল গড়তে সময় লাগবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com