তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার আত্মীয়দের বিপুল সংখ্যক টাকার সন্ধান
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার আত্মীয়দের বিপুল সংখ্যক টাকার সন্ধান পেয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।
বুধবার (১৭ আগস্ট) তৃণমূল নেতা ও তার মেয়েসহ একাধিক আত্মীয়ের ফিক্সড ডিপোজিটের সন্ধান মেলে। যেখানে অন্তত ১৭ কোটি টাকা রয়েছে বলে জানিয়েছে সিবিআই। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বোলপুরের শাখায় এই টাকাগুলো ছিল।
সিবিআই জানায়, বাজেয়াপ্ত হওয়া ডিপোজিটে রয়েছে প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা।
গরুপাচার মামলায় যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, সেই অর্থেরই কিছু অংশ ফিক্সড করা ছিল বলে সিবিআই কর্মকর্তারা জানান।
অ্যাকাউন্টগুলোতে এত টাকা কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে সিবিআই।
এর আগে অনুব্রত ও তার মেয়ে সুকন্যার নামে-বেনামে প্রচুর সম্পত্তির হদিশ মেলে।
সূত্র: সংবাদ প্রতিদিন