রুটোকে কেনিয়ার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা
উইলিয়াম রুটোকে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির নির্বাচন কমিশন রুটোকে কেনিয়ার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
উইলিয়াম রুটো মোট ভোটের প্রায় ৫০.৪৯ শতাংশ ভোট পেয়ে তার নিকট প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গাকে পরাজিত করেছেন, যিনি ভোট পেয়েছেন ৪৮.৮৫ শতাংশ।
ফলাফল ঘোষণার পর পরই দেশের সব নেতৃবৃন্দকে নিয়ে দেশ গড়ার কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশটির বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট রুটো।
এর আগে ন্যাশনাল ট্যালিং সেন্টারে সহিংসতা শুরু হওয়ায় ভোটের ফলাফল ঘোষণায় কয়েক ঘণ্টা বিলম্বিত হয়। পরে নির্বাচন কমিশন রুটোকে নির্বাচিত বলে ঘোষণা করে।
তবে পরাজিত প্রার্থী ওডিঙ্গার পক্ষ থেকে এ ফলাফল প্রত্যাখ্যান করে বলা হয়েছে, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত ‘অবৈধ’।
এদিকে বহুল প্রত্যাশিত প্রেসিডেন্ট নির্বাচনে রুটোকে নির্বাচিত ঘোষণা করায় কিবেরার রাস্তায় লোকজন নেমে আসে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
সূত্র : আলজাজিরা