রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহতের ঘটনায় জামায়াতের শোক

0

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন ও রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে আরো ছয়জনসহ মোট ১০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১৫ আগস্ট এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘১৫ আগস্ট সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ভেঙে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে পাঁচজন নিহত ও অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন। অপরদিকে দুপুর ১২টায় রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। আমি এই উভয় ঘটনায় গভীরভাবে শোকাহত।’

তিনি বলেন, ‘ভয়াবহ দুটি দুর্ঘটনায় মানুষের জানমালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শিগগিরই তাদের এ বিরাট শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।’

বিবৃতিতে আরো বলেন, ‘নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের মা-বাবা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে আহতদের শিগগিরই সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com