দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায়: ডা. শাহাদাত

0

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম অসহায়। জালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ সবকিছুই দ্বিগুণ থেকে তিনগুণে উঠেছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং মাছ-মাংস সবকিছুতেই আজ চরম ঊর্ধ্বগতি। মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে।

গতকাল রোববার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির ৩১ নম্বর ওয়ার্ডের ‌‘এ’ ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দেশে এখন চুরি, ডাকাতি বেড়ে গেছে। মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। গতকাল এটিএম বুথের টাকা উঠাতে গিয়ে ছিনতাইকারীর হাতে মৃত্যু হয়েছে। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে নগরবাসী অতিষ্ঠ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com