ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি মস্কোর

0

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। এক শীর্ষ রুশ কর্মকর্তা বলেছেন, মস্কো ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, মার্কিন সিনেট যদি রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে চিহ্নিত করে আইন পাস করে তবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সম্পর্ক ছিন্নও হতে পারে।

আলেক্সান্ডার দারচিভ নামের ওেই কর্মকর্তা বলেন, ইউক্রেনের উপর মার্কিন প্রভাব এমন মাত্রায় বেড়ে গেছে যে, আমেরিকানরা ক্রমবর্ধমান সংঘাতে সরাসরি একটি পক্ষ হয়ে উঠেছে।

তিনি বলেন, সরাসরি যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। রুশ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান থেকে ইউক্রেনের আকাশসীমা রক্ষা করতে সাহায্য করার জন্য নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় দেশটির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

এদিকে ইউক্রেনকে আরও প্রায় ৯ কোটি ডলার সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইউক্রেনে রুশ বাহিনীর পুতে রাখা স্থল মাইন অপসারণে এই অর্থ ব্যয় হবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com