‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করলে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক ধ্বংস হবে’

0

যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে তাহলে মস্কো ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার দারচিভ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, আমরা মার্কিনিদের তাদের বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কর্মকাণ্ডের ক্ষতিকর পরিণতি সম্পর্কে সতর্ক করছি। এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করবে বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com