ভাঙারির কারখায় বিস্ফোরণে নিহত ৭ পরিবারকে আর্থিক সহয়তা প্রদান জামায়াতের
রাজধানীর তুরাগে কামারপাড়া-রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখায় বিস্ফোরণে নিহত সাত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ উত্তর থানার উদ্যোগে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ও আর্থিক সহয়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সকল জাতির থেকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। উত্তম হওয়ার জন্য কিছু গুণ আল্লাহ তায়ালা মানুষের মধ্যে দানও করেছেন। আর তার অন্যতম হলো পরস্পরের জন্য কল্যাণকামী হওয়া। আল্লাহ তায়ালা আরো চান, যেখানেই মানুষের ক্ষতি কিংবা বিপদ সেখানেই মহান আল্লাহর প্রকৃত বান্দারা সাহায্যের জন্য হাজির হয়ে যাবে, এটাই মানবতার কাজ। এখন এ কাজটা চাইলেই কেউ পরিপূর্ণভাবে করতে পারবে না, এজন্য রাষ্ট্রশক্তি প্রয়োজন। যার হাতে এ রাষ্ট্রশক্তি আছে তিনি চাইলেই এই ভালো কাজটি শুরু করতে পারেন। যেমন- বর্তমানে যারা ক্ষমতাসীন আছে, তারা চাইলেই এ ভালো কাজটি করতে পারে। আমাদের কাছে যেহেতু রাষ্ট্রশক্তি নেই, তাই আমরা চাইলেও সে কাজটি পরিপূর্ণভাবে করতে পারবো না।
সংগঠনের মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও তুরাগ দক্ষিণ থানার আমির জনাব এ. এইচ সরকারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো: মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।