ফের করোনায় আক্রান্ত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

0

ফের করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের এমপি এবং যোগাযোগ বিষয়ক ইন-চার্জ জয়রাম রমেশ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। জয়রাম রমেস জানিয়েছেন, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সব ধরনের স্বাস্থ্য প্রটোকল মেনে আইসোলেশনে থাকবেন। খবর এনডিটিভির।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আজ করোনা পজিটিভ ধরা পড়েছে। তিনি সরকারি প্রটোকল মেনে আগামী কয়েকদিন আইসোলেশনে থাকবেন।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকেও এক টুইট বার্তায় বলা হয়েছে, দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা এবং ভালো স্বাস্থ্য কামনা করা হয়েছে।

এর আগে গত জুনেও একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। সে সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তলব করলে তিনি উপস্থিত হতে পারেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com