সিলেট বিভাগে ১০ জনের মরদেহ উদ্ধার
প্রাকৃতিক দুর্যোগে সিলেট বিভাগে এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন, বন্যায় সিলেট সদরে তিনজন, সুনামগঞ্জের ছাতকে তিনজন, মৌলভীবাজারে বন্যায় এক শিশু ও টিলা ধসে আরেকজন মারা গেছেন।
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিভাগের বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। এতে উপদ্রুত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দুর্গত মানুষের তথ্য আদান-প্রদানে বিঘ্ন ঘটে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনস্থাপিত হলেও কিছু এলাকা এখনও বিদ্যুৎহীন।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সঙ্গে লড়াই করে কোনো মতে বেঁচে থাকা মানুষগুলোকে উপদ্রুত এলাকা থেকে উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনা সদস্য ও নৌবাহিনী।
সোমবার (২০ জুন) থেকে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। আর উপদ্রুত এলাকাগুলোর সঙ্গে ক্রমশ যোগাযোগ বাড়তে থাকায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসছে মৃত্যুর খবর।