প্রেসিডেন্টসহ বেলারুশের ২৭ নেতার বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা

0

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোসহ ২৭ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সোমবার দেশটি এ ঘোষণা করে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মানিয়া মাহুতা সোমবার এক বিবৃতিতে বলেন, বেলারুশ সেনাবাহিনী ইউক্রেনের সার্বভৌম বিরোধী কর্মকাণ্ডে জড়িত, এজন্য এ নিষেধাজ্ঞা।

বিবৃতিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞাকৃত এই ২৭ নেতা নিউজিল্যান্ডে ভ্রমণ করতে পারবেন না, তাদের সম্পদ রাখতে পারবেন না বা নিউজিল্যান্ডে ব্যবসা করতে পারবেন না।

এদিকে ইউক্রেন অভিযোগ করে আসছে, বেলারুশকে ব্যবহার করেই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

এর আগে এক বিবৃতিতে বেলারুশ প্রশাসনের তরফে জানানো হয়, ইউক্রেন সীমান্তের দক্ষিণ দিকে থাকা বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

বেলারুশ সরকারের আরো দাবি, ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে ২০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে। তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারুশ। ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সঙ্ঘাতে নামার কোনো ইচ্ছা তাদের নেই। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিনও একই মন্তব্য করেছেন।
সূত্র : আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com