সিআইপি কার্ড পাচ্ছেন প্রবাসী ৩৮ বাংলাদেশি

0

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আগামী বছরের ৬ জানুয়ারি ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড প্রদান করবে সরকার। ওই দিন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সিআইপি ২০১৮ কার্ড তুলে দেবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রাশেদুজ্জামান।

সরকার তিনটি ক্যাটাগরিতে- বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশিকে প্রতিবছর এ সম্মাননা দেয়।

এবার বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে সাতজন অনিবাসী বাংলাদেশি এ সম্মান পাবেন, জানান রাশেদুজ্জামান।

গেজেট জারির দিন থেকে সিআইপি নির্বাচন নীতিমালা অনুসারে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নতুন সিআইপিরা। সূত্র: ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com