যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার খবরকে ‘ধোঁকাবাজি’ বলে প্রচার করায় সাংবাদিককে জরিমানা

0

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের ব্যাপক হত্যাকাণ্ডকে ‘ধোঁকাবাজি’ বলে প্রচার করায় দক্ষিণপন্থী এক টেলিভিশনের সাংবাদিককে জরিমানা করেছেন আদালত।

ওই স্কুলে নিহত দুই ছাত্রের অভিভাবকের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার সাংবাদিক অ্যালেক্স জোন্সের বিরুদ্ধে এ রায় দিয়েছেন টেক্সাসের অস্টিনের একটি আদালত। অ্যালেক্স জোন্সকে ক্ষতিপূরণ হিসেবে অভিভাবকদের ৪ দশমিক ১ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালের ১৪ ডিসেম্বর কানেকটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় ২৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হন। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রের মানুষ শিউরে উঠে, সর্বত্র বিষাদের ছায়া নেমে আসে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com