প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্তের পেছনে দূরদর্শী পরিকল্পনা থাকে: বাণিজ্যমন্ত্রী

0

প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্তের পেছনে দূরদর্শী পরিকল্পনা থাকে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানিসহ কিছু পণ্যের দাম বাড়ানো হচ্ছে। চলমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে সরকার। তবে শিগগির সরকারের এসব সিদ্ধান্তের সুফল পাবে দেশ।

রোববার (৭ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পাকিস্তান সৃষ্টির পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানের শোষণ-বঞ্চনার কৌশল। শুধু রাজনৈতিক মুক্তিই নয়, অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যও ছিল বঙ্গবন্ধুর। তাই তার ঘোষিত ছয় দফার মধ্যে তিনটিই ছিল অর্থনীতি বিষয়ক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর এনে দেওয়া স্বাধীন বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোনো কাজ করেন না। তবে দেশবিরোধীরা এখনও সক্রিয়। নানাভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com