উন্নয়নমুখী সরকার উৎখাতে চক্রান্ত করছে বিএনপি-জামায়াত: মায়া

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ষড়যন্ত্র এখন‌ চারদিকে চলছে। ষড়যন্ত্রকারীরা ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। বিএনপি ও জামায়াত আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে শেখ হাসিনার এ উন্নয়নমুখী সরকারকে উৎখাত করতে চায়।

রোববার (৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজকের আলোচনা সভা থেকে আমাদের শপথ হবে, বেগম মুজিবের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাবোধ ভালোবাসা তখনই হবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সঙ্গে ধৈর্যসহকারে কাজ করি। ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে এবং ২০২৩ সালের সাধারণ নির্বাচনে আমরা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করব, এটাই হবে শপথ।‌

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com