বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি চুক্তি সই
বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকে আজ রবিবার ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ দুই পক্ষের প্রতিনিধিদল অংশ নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছি। দিন দিন রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিস্থিতির অবনতি হচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ঝুঁকি নিয়ে কাজ করছে। দিন দিন আমাদের দুর্ভোগ বেড়েই চলেছে। এ সমস্যা সমাধানে আমরা চীনের সহযোগিতা চেয়েছি। চীন জানিয়েছে, তারা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ সমস্যা সমাধানের প্রক্রিয়া দ্রুততর হোক এটাই তারা চান। এ বিষয়ে মিয়ানমারের যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে তারা সে বিষয়ে কাজ করছেন।