ট্যাক্সের টাকায় চলা পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছে সরকার: নুর

0

সরকার পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৬ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন ।

নুর বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সবকিছুর দাম বাড়বে। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ তারা জনগণের সরকার নয়। যদি তারা জনগণের সরকার হতো, তাহলে ট্যাক্সের টাকায় চলা পুলিশকে রক্ষীবাহিনী হিসেবে রূপান্তরিত করত না।

তিনি বলেন, আজ দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি করে মানুষকে হত্যা করছে পুলিশ। পুলিশের কাছে প্রশ্ন, আপনারা নিষেধাজ্ঞা প্রাপ্ত সদস্যদের বিভাগে রেখে পুলিশ বাহিনী ও র‍্যাবকে কলঙ্কিত করবেন কি না। পুলিশকে বলব, আপনারা ফ্যাসিবাদের সঙ্গে থেকে রক্ষীবাহিনী হবেন, নাকি দেশে জনগণের সঙ্গে থাকবেন?

তিনি আরও বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস সাক্ষ্য দেয় কোনো স্বৈরাচার বেশিদিন টিকে থাকতে পারে না। যদি তা সত্য হয়, তাহলে শেখ হাসিনার পতন সন্নিকটে। দেশে আজ ভালো মানুষ মুজিব কোট পরে না। সাহেদের মতো বাটপাররা মুজিব কোট পরে। দেশের সব সঙ্কটের মূলে এই ফ্যাসিবাদী সরকার। আমরা রাজপথে নামব। হয় বাঁচব না হয় মরব। জনগণের মুক্তির জন্য লাশ হতে হলে আমরা লাশ হব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com