বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়নের জোয়ারে ভেসেছে দেশ: তারেক রহমান

0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‌‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই উন্নয়নের জোয়ারে ভেসেছে দেশ। আমি বগুড়ার সন্তান, দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার মাটিতে এসে গর্বিত ও আনন্দিত। নাড়ির টানের অনুভূতি বলে বোঝানো অসম্ভব।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে বগুড়ার শেরপুর পৌর টার্মিনালে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে বিপুল ভোটে বিজয়ী করে বগুড়ার শক্ত ঘাঁটি হিসেবে দেশবাসীকে জানান দিতে হবে।’

এ সময় বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তার ছেলে আসিফ রব্বানী, কেন্দ্রীয় বিএনপি নেতা মাহবুবর রহমান, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.