জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবি বাসদের
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাসদ (মার্ক্সবাদী)। শনিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, গতকাল গভীর রাতে বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধির মিথ্যা অজুহাতে সরকার জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বৃদ্ধি করেছে, যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার আরও বলেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে যাতে তেল পাচার না হয় তার জন্য দাম বাড়িয়েছে। আইএমএফের কাছে সরকার ৪৫০ কোটি ডলার ঋণ চাইলে তারা জ্বালানি খাতে ভর্তুকি তুলে নেওয়ার শর্ত আরোপ করে।
তিনি বলেন, জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সামনে আরও কমবে। পাচার বন্ধ করতে না পারার ব্যর্থতা সরকারের। তার দায় জনগণ কেন নেবে? বিদ্যুতের ঘাটতি কমানোর নামে সরকারের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ইতিমধ্যে প্রমাণ করেছে কর্পোরেট মালিকদের লুটপাটের মহোৎসব। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে সরকার তার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নামে। অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে।