জনগণকে সম্পৃক্ত করে রাস্তায় নামলেই চূড়ান্ত বিজয় হবে: দুদু

0
যেকোনো অর্থে জনগণকে সম্পৃক্ত করে যদি রাস্তায় নেমে আসতে পারি তাহলে এদেশের মানুষের চূড়ান্ত বিজয় হবে। দেশের মানুষের দুর্দিন কেটে যাবে।

 

শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

 

দুদু বলেন, গত ৫০ বছরে ডিজেল-পেট্রোলের দাম এতটা বাড়েনি, যা এই সরকারের আমলে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বি, সাধারণ মানুষের বাঁচার কোন পথ নেই। এটার যখন কেউ প্রতিবাদ করে তখন হামলা-মামলা ও গুম করে দেওয়া হচ্ছে। চতুর্দিকে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি সৃষ্টি হ‌য়ে‌ছে।

 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তিন-চার বছর ধরে জেলে আটক করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় তথাকথিত বিচার করে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। আজ আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কোন না কোনভাবে চাপ দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।

 

সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক দল হচ্ছে মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো। মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা। মানুষের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করা। সেটি যদি করা সম্ভব না হয় তাহলে একটি রাজনৈতিক দলের ব্যর্থতার পরিসীমা থাকে না।

 

তিনি বলেন, হামলা-মামলা পাকিস্তান আমলে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার প্রথম পর্যায়ে হয়েছে। এরশাদের আমলে হয়েছে। গত ৫০ বছরে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু এই অবৈধ সরকারের আমলে সবকিছু ছাড়িয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় দাঁড়াতে পারি, তাহলেই মুক্তি মিলবে। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে রক্ত ও যুদ্ধের মাধ্যমে। এই আন্দোলন তখনই সফল করা সম্ভব হয়, যখন সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। সেই দিকে নজর দিয়ে আমরা যদি রাস্তায় নেমে আসতে পারি, তাহলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.