পুলিশ কর্তৃক গুলি করে হত্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ

0

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যা অভিযোগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ মিছিলে শতাধিক বিএনপির সমর্থক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আর কত মায়ের কোল খালি হবে এর কোনো প্রতিকার কি হবে না? হত্যাকারীদের কি বিচার হবে না? কেন বিনা অপরাধে মায়ের কোল খালি হলো এর বিচার চাই।

তিনি বলেন, আমরা কি বসে থাকব। আমরা বসে থাকব না, রাজপথে আন্দোলন করব। যারা গণতন্ত্র হত্যা করেছে আমরা তাদের ছাড়ব না।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সারাদেশে সরকারবিরোধী চলমান আন্দোলন স্তিমিত করার অপচেষ্টা হিসেবে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। যাদের নির্দেশে এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com