জনগণের দুর্ভোগ কমাতে আধাবেলা পর হরতাল প্রত্যাহার বিএনপি’র
পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যুর ঘটনায় ভোলায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল দুপুরে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সকাল থেকে সেখানে হরতাল চলছিল।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ধারাবাহিক কর্মসূচি চলবে। জনগণের দাবি রাখতেই হরতালের ডাক দেওয়া হয়েছিল। দলীয় কর্মীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আপাতত জনগণের দুর্ভোগ কমাতে আধাবেলা পর হরতাল প্রত্যাহার করা হলো।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, শোকের মাসে তাদের স্লোগান ছিল ‘কাঁদো বাঙালি কাঁদো’। আর আজকে তারাই পুলিশ দিয়ে স্বেচ্ছাসেবক দল সদস্য ও ছাত্রদল সভাপতিকে হত্যা করে জনগণকে কাঁদিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার হবে। বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন, বিলকিস জাহান শিরিনসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। এ সময় নিহত নুরে আলমের পরিবারকে আর্থিক সহায়তা দেন কেন্দ্রীয় নেতারা।
এর আগে হরতালের সমর্থনে শহরে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপির কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে একত্রিত হন তারা।