জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পুলিশের ‘গুলিতে’ রহিমের পর আলমও মারা গেলেন

0
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম আর নেই (ইন্নালিল্লাহি… রাজেউন)। বুধবার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর গ্রীন রোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে তিনি মারা যান।

 

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ছাত্রদল নেতা জানান, রবিবার (৩১ জুলাই) সংঘর্ষের পর প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউরো সায়ন্স হাসপাতালে পাঠান৷ রবিবার রাত ৯টার দিকে নিউরো সায়ন্স হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এরপর রাত ১০টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com